কাহালুতে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বগুড়ার কাহালু থানা মোটর শ্রমিক বিশ্রামাগার কমিটি ও কাহালু উপজেলা গৃহ নির্মাণ উপ-পরিষদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সাম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপত্বি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কাহালু থানা মোটর শ্রমিক বিশ্রামাগার কমিটির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আলম হোসেন, কাহালু উপজেলা গৃহ নির্মাণ উপ-পরিষদেও সহ-সভাপতি আনছার আলী, সাধারণ সম্পাদক লোকমান হাকীম সহ স্ব স্ব সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত মনোনীত বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের প্রার্থী আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সহকারি সেক্রেটারী মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল হান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও দর্জি শ্রমিক কাহালু শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন কাহালু বাজার শাখার আয়োজনে পৃথক পৃথক ২টি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।