সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

উত্তর জনপদের শ্রমিক প্রধান নীলফামারীর সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস তথা মহান মে দিবস-২০২৫ পালিত হয়েছে। বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠন আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, শহিদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের বিএনপি কার্যালয়ের সামনে মে দিবসের এক আলোচনা সভার আয়োজন করে। “ শ্রমিক- মালিক এক হয়ে , গড়ব এ দেশ নতুন করে” মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বিশিষ্ট সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। আলোচনা সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুর রাজিৈনতক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক শাহীন আকতার শাহীন, সহ সভাপতি এ্যাড. ওবায়দুর রহমান, শফিকুল ইসলাম জনি, বিএনপি নেতা ও সাবেক এমপি আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, মাইক প্রচার ও অপারেটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আবুল কালাম আজাদ, নির্মাণ শ্রমিক ইউনিয়ন নেতা মোকসেদ আলী, অটোবাইক শ্রমিক ইউনিয়ন নেতা আনোয়ার হোসেন প্রমুখ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে জেলা শ্রমিক দলের সদস্য সচিব হামিদুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি হাফিজ খান, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রেনু সহ বিএনপি, শ্রমিক দলের অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সৈয়দপুর ছাড়াও অতিথি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
এর আগে সকালে মহান মে দিবস উপলক্ষে বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও শ্রমিক দলের পতাকা উত্তোলন করা হয়। পরে শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মহান মে দিবসের একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আওতায় ২২ টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণসমূহ করে।
এদিকে, নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, সৈয়দপুর রিক্সা মজদুর ইউনিয়নসহ সৈয়দপুরের অন্যান্য শ্রমিক ও পেশাজীবীব সংগঠনগুলো শহিদ মিনারে শহীদ স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন, র্যালী, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নতমানের খাদ্য পরিবেশনসহ বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মহান মে দিবসটি পালন করেছে।