মানবতার আরেক নাম আকবরিয়া

মানব সেবা শুধু একটি দায়িত্ব নয়, এটি মানবিকতার শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ। আত্মকেন্দ্রিকতার বলয় থেকে বেরিয়ে এসে বৃহত্তর মানব সমাজের সঙ্গে গভীর যোগসূত্র রচনাতেই মানব জীবনের সার্থকতা। জনসেবা প্রত্যেক মানুষেরই হৃদয়বৃত্তি। এ হৃদয়বৃত্তির জাগরনেই শত বছর ধরে করে যাচ্ছে বগুড়ার সুনামধারী প্রতিষ্ঠান আকবরিয়া লিমিটেড।
শতাব্দীর স্বাক্ষর আকবরিয়া মানবতার এক অনন্য প্রতীক। ১৯১১ সালে বগুড়ায় যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সময়ের সঙ্গে শুধু ব্যবসায়িক প্রসার ঘটায়নি, গড়ে তুলেছে মানবিকতার এক বিরল দৃষ্টান্ত। আকবরিয়ার খাবারের গুণগত মান, সেবা ও নতুনত্ব দিয়ে যেমন সারাদেশে আলোচিত, তেমনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে হয়ে উঠেছে মানবতার প্রতীক। যার সুনাম ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশ হতে দেশান্তরে।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আকবর আলী মিঞা ছিলেন ধর্মভীরু ও সমাজসচেতন একজন মানুষ। তিনি বিশ্বাস করতেন, ব্যবসায় সফলতা সৃষ্টিকর্তার দান এবং এই কৃতজ্ঞতার প্রকাশই মানবসেবার মাধ্যমে সম্ভব। সে বিশ্বাস থেকেই প্রতিদিন রাতের খাবার বিতরণ করতেন গরিব, মুসাফির, ভিক্ষুক ও মিসকিনদের মাঝে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই কাজ করে গেছেন এবং তার উত্তরসূরিরা আজও তা চালিয়ে যাচ্ছেন নিষ্ঠার সঙ্গে।
প্রতিদিন রাত ১১টার পর বগুড়ার কবি নজরুল ইসলাম সড়কে দেখা যায় একটি ভিন্ন চিত্র। রাস্তার দুই পাশে বসে থাকা শতাধিক নারী-পুরুষ-শিশু অধীর অপেক্ষায় থাকেন একবেলার খাবারের জন্য। এরা কেউ ভিক্ষুক, কেউ ছিন্নমূল, কেউ দিনমজুর, কেউবা পথবাসী। প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষ বিনামূল্যে খাবার পান। সময়ের পরিক্রমায় আজ তা রূপ নিয়েছে সমাজের অবহেলিত মানুষদের সেবা হিসেবে।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ২,০০০ মানুষের কর্মসংস্থান নিশ্চিত করেছে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দুঃস্থদের মাঝে প্রতিরাতে খাবার বিতরণ, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি, বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা সহ নানা সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
আকবরিয়ার এই মানবিক যাত্রাকে আরও সুসংগঠিত ও বিস্তৃত করতে প্রতিষ্ঠা করা হয় ‘আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন’ যা মূলত একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সংগঠন। ফাউন্ডেশনটি দক্ষতা উন্নয়ন, নারী অধিকার ও ক্ষমতায়ন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, প্রতিবন্ধী সহায়তা, নিরাপদ খাদ্য নিশ্চয়তা, পরিবেশ রক্ষা, যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ প্রদান এবং মাদকবিরোধী সচেতনতাসহ বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে। শত বছরের বেশি সময় ধরে সামাজিক দায়বদ্ধতা পালন করে তারা প্রমাণ করেছে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানও হতে পারে মানবতার বাতিঘর।
আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা কাজ করে যাচ্ছি। সমাজের অবহেলিত মানুষকে আলোর পথে নিয়ে যেতেই আমরা কাজ করছি। এই মানুষগুলোকে আমরা পরিবারের সদস্য মনে করি। সেবাব্রত এক মহান কাজ। মানুষের সেবা করার চেয়ে মহৎ কাজ আর নেই। এটিকে মাথায় নিয়ে মানব সেবায় এই প্রতিষ্ঠান অবদান রেখে যাচ্ছে।
আকবরিয়ার ব্যবস্থাপনা পরিচালক হোসেন আলী দুলাল বলেন, মানবিক দায়বদ্ধতা ও সামাজিক মূল্যবোধ থেকেই বগুড়া শহর ও আশপাশের জেলার ভাসমান মানুষ, ভিক্ষুক, গরীব, ছিন্নমূল ও অভাবী মানুষদের মাঝে বিনামূল্যে প্রতিরাতে খাবার বিতরণ করছে আকবরিয়া। সমাজের মানুষের জন্য আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে পারাটাই আমাদের জন্য বড় প্রাপ্তি।
দুঃখী মানুষের দুঃখ মোচন, বিপন্ন জনের কল্যাণে সেবার হাত বাড়িয়ে দেয়া, ছোট ছোট উপকারে ব্রতী হওয়ার মধ্যেই মনুষ্যত্বের বিকাশ ঘটানো সম্ভব। এমন চিন্তা-চেতনাকে প্রতিনিয়ত বাস্তবে রুপ দিয়ে যাচ্ছে আকবরিয়া। বছরের পর বছর ধরে আকবরিয়ার সমাজসেবামূলক কার্যক্রম বগুড়ার গণ্ডি পেরিয়ে আজ সারাদেশে সমাদৃত।