কাহালুতে উপজেলা ও পৌর তাঁতীদলের কমিটি গঠন

বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর তাঁতীদলের কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা তাঁতীদলের সভাপতি সারোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, বগুড়া জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী মুন্সি, কাহালু পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, জেলা তাঁতীদলের সহ-সভাপতি আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কার্যনিবাহী সদস্য আতিকুর রহমান।
আলোচনা সভা শেষে আব্দুস ছালাম সরদারকে সভাপতি ও আবু তোহা আকন্দকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কাহালু উপজেলা তাঁতীদলের কমিটি গঠন করা হয়। এছাড়াও সভাপতি সেলিম চৌধুরী (জুয়েল)কে সভাপতি ও মানিক মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কাহালু পৌর তাঁতীদলের কমিটি গঠন করা হয়।