নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজের সভাপতি মনোনীত হলেন শফিউল আলম সুমন

বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী মনসুর হোসেন ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি মনোনীত হয়েছে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক কেএম শফিউল আলম সুমন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার ৬ মে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষের নিকট প্রেরিত এক স্মারকে তাকে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি মনোনীত করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্ণিং বডির নতুন সভাপতি কেএম শফিউল আলম সুমন বলেন, এই পদে আমাকে মনোনীত করায় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ভাই ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ ভাইসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর তাদের দেওয়া দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো ইনশাআল্লাহ।