রাণীনগর ও আত্রাইয়ে আওয়ামীলীগ- যুবলীগের ৫নেতা গ্রেফতার

নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের ৫জন নেতাকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধীদের ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভান্ডার গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে সাজেদুর রহমান সাজু (৫২),বড়গাছা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও গহেলাপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে জহুরুল ইসলাম (৩২) এবং সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পশ্চিম বালুভরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুর রহিম (৩৭) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা,ভাংচুর ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলার
তদন্ত প্রাপ্ত আসামী। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
অপর দিকে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,শুক্রবার রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোষপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে আব্দুস সালাম (৬০) ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের আব্দসু সামাদের ছেলে রেজাউল করিম (৪২) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা আত্রাই থানায় দায়েরকৃত একটি বিস্ফোরক মামলার তদন্তপ্রাপ্ত আসামী। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।