সৈয়দপুরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে মো. রাফি (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সুখীপাড়া এলাকার একটি ধান ক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করেছে থানা পুলিশ। পূর্ব শক্রতার জেরে তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারভূক্ত মোক্তারুল হোসেন সোনা (৩৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের কয়ানিজপাড়ার আব্দুল হাফিজ ওরফে হাফেজের ছেলে মো. রাফি (২৭)। ঘটনার দিন গতকাল শুক্রবার রাতে শহরের উপকন্ঠে উল্লেখিত এলাকায় তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে একটি ধান ক্ষেতের মধ্যে তাঁর মরদেহ ফেলে রাখা হয়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে থানা নিয়ে আসেন। তাকে পূর্ব শক্রতার ঘটনায় পিটিয়ে হত্যার ঘটনায় তাঁর বাবা আব্দুল হাফিজ ওরফে হাফেজ নিজে বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক আরো কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে থানা একটি মামলাটি দায়ের করেছেন। এ মামলার এজাহারভূক্ত আসামী মোক্তারুল হোসেন সোনাকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলার অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।