কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছেন বগুড়া চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সাইরুল

কর্মসংস্থান সৃষ্টি মানবসেবার এক অনন্য রূপ। বাংলাদেশের মতো দ্রুত বিকাশমান অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও স্থিতিশীল করার ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। যেখানে কর্ম নেই, সেখানে জীবনের পূর্ণতা নেই এই বিশ্বাসকে বুকে ধারণ করে বেকারত্বের ঘোর অন্ধকারে আলোর প্রদীপ হয়ে ওঠা এমন একজন মানুষ সাইরুল ইসলাম। এসব প্রতিষ্ঠান, প্লাজা, আবাসন প্রকল্প সবই যেন কর্মসংস্থানের এক একটি দীপ্ত মশাল, যা আশার আলো জ্বেলে যাচ্ছে সহস্রাধিক বেকার মানুষের জীবনে।
বগুড়ার বুকে দাঁড়িয়ে থাকা তার নেতৃত্বে পরিচালিত রানার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান রানার প্লাজা কেবল একটি আধুনিক শপিং মল নয়, এটি আজ সহস্রাধিক মানুষের জীবন-জীবিকার অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে নানা ধরনের দোকান, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, গার্মেন্টস শোরুম, জুয়েলারি সামগ্রীর দোকানসহ অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠান যেখানে কাজ করছেন হাজার হাজার স্থানীয় মানুষ। একজন মানুষের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়ে হয়ে উঠেছে হাজার মানুষের রুটি-রুজির ঠিকানা।
শুধু ব্যবসায়িক স্থাপনা নয়, তার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ সুপরিকল্পিত আবাসন রানার সিটি প্রকল্প। আধুনিক জীবনের সকল সুযোগ-সুবিধা, নান্দনিক ডিজাইন ও আভিজাত্যের ছোঁয়া রয়েছে। সার্বক্ষণিক লিফট, সিসি ক্যামেরা, নিরাপত্তা প্রহরী, সাব ষ্টেশন জেনারেটর, গ্যারেজ এবং সকল প্রকারের সুবিধা। গৃহকর্মী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ শতাধিক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে।
বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে তিনি প্রান্তিক ব্যবসায়ীদের জন্য ঋণ সুবিধা চালু করেছেন। এতে করে ছোট ব্যবসা শুরু করার সুযোগ পেয়েছেন বহু তরুণ ও নারী উদ্যোক্তা। একজন রিকশাচালক হয়তো এখন চায়ের দোকান চালাচ্ছেন, একজন গৃহবধূ ঘরে বসে শুরু করেছেন কসমেটিক্স বিক্রি, এসব কিছুই সম্ভব হয়েছে সাইরুল ইসলামের উদ্যোগে। এই ক্ষুদ্র উদ্যোগগুলোই হয়ে উঠছে বড় স্বপ্নের শুরু। শুধু ব্যক্তির উন্নয়ন নয়, স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়ছে।
এছাড়াও তিনি অসহায় নারীদের সেলাই মেশিন, গরীব মেধাবীদের মেধাবৃত্তি, যুবকদের প্রশিক্ষণ, উদ্যোক্তাদের সহায়তা দেন। এ যেন মানবকল্যাণের মাধ্যমে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনের একটি দৃষ্টান্ত।
সমাজে কর্মসংস্থান সৃষ্টিতে সাইরুল ইসলাম এক আলোকবর্তিকা। পরিশ্রম, নিষ্ঠা, মানবতা ও অদম্য ইচ্ছাশক্তিই যার সফলতার চাবিকাঠি। তার পরিচালনায় প্রতিষ্ঠানগুলো শুধু কর্মসংস্থানই সৃষ্টি করে নি, বাস্তবায়ন করেছে রানার গ্রুপের আকাশছোঁয়া স্বপ্ন। প্রচারের আলোয় নয়, নীরব ভালোবাসায় তিনি যে কর্মের জ্যোতির্বিন্দু ছড়িয়ে চলেছেন, তা অগণিত মানুষের জীবনে আশার প্রদীপ হয়ে জ্বলছে।