ফুটবল জায়ান্টস্ ২-১ গোলে সৈয়দপুর বয়েজকে হারিয়েছে

নীলফামারীর সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর গতকাল মঙ্গলবার (১৩ মে) পঞ্চম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর ঐতিহ্যবাহী সৈয়দপুর রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই খেলার আয়োজন করেছে।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত খেলায় সৈয়দপুর বয়েজ বনাম ফুটবল জায়ান্টস্ পরস্পরের মুখোমুখি হয়। এতে ফুটবল জায়ান্টস ২-১ গোলে সৈয়দপুর বয়েজকে পরাজিত করেছে।
সৈয়দপুর বয়েজ ফুটবল দলের খেলোয়াড় মো. আশিক একমাত্র গোলটি করেন এবং ফুটবল জায়ান্টস ফুটবল দলের খেলোয়াড় রবি ও ওয়াকিল একটি করে গোল করেন।
গতকালকের খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন এ আর রহমান। সহকারী রেফারী ছিলেন মিলন এবং মো. বেলাল । চতুর্থ রেফারী ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় শ্রেণির রেফারী ও সৈয়দপুর উপজেলার আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. শরিফুল ইসলাম।
গতকালের পঞ্চম দিনেও বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
আজ বুধবার (১৪ মে) ষষ্ঠ দিনের খেলায় সৈয়দপুর কিংস বনাম সৈয়দপুর ব্লাস্টার ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে বলে আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ১০ মে বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এ উপজেলার মোট ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে।
প্লেয়ার্স এসোসিয়েশন অব সৈয়দপুর এর আহবায়ক ও সাবেক পৌর কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু এবং এসপিএল-২০২৫ পরিচালনা কমিটির আহবায়ক মো. মনোয়ার হোসেন মনু সৈয়দপুর প্রিমিয়ার লীগ ফুটবল-২০২৫ এর সার্বিক দায়িত্ব পালন করছেন।