আইন শৃঙ্খলা কমিটির সভা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নন্দীগ্রামে উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, নন্দীগ্রাম সদর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কামাল আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের সদস্য মঞ্জুরুল ইসলাম রাজু, পৌর জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, অর্থ সম্পাদক আব্দুল সাত্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, নন্দীগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া লিটন, বিশিষ্ট ব্যবসায়ী মোকলেছুর রহমান, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এর প্রতিনিধি মাহাবুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার ওসির প্রতিনিধি এসআই কল্লোল, উপজেলা গ্রাম আদালতের সমন্বয়ক ইয়াছিন আলী প্রমুখ। উক্ত সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আসন্ন পবিত্র ঈদুল আযহা-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।