নন্দীগ্রামে সাম্য হত্যার প্রতিবাদে কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে মনছুর হোসেন ডিগ্রী কলেজে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫মে) সকাল ১১টায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ শাকিলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি নবির শেখ, সিঃ যুগ্ম-সম্পাদক শাহিন শেহজাদ, পৌর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফিফ হাসান, মারুফ সহ অত্র কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সাধারণ শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচী পালন করে। অবস্থান কর্মসূচীতে প্রধান বক্তার বক্তব্যে নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন বলেন, সাম্য হত্যায় জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ইতি মধ্যে ৩জন গ্রেফতার হয়েছে। এদের ১জনের জামায়াতের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেছে এটা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ছাত্রদল কে পরিকল্পিত ভাবে টার্গেট করা হচ্ছে।
এই অবস্থান কর্মসূচী থেকে ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থতার দ্বায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন এই ছাত্রনেতা।