শাজাহানপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পোশাক বিতরণ

বগুড়ার শাজাহানপুরে আমরুল রাধানগর স্বপ্নপূরণ স্কুলে শতাধিক শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে আমরুল রাধানগর স্বপ্নপূরণ স্কুলে পোশাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন নারী উদ্যোক্তা তাহমিনা পারভীন শ্যামলী,উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন,বিশিষ্ট ঠিকাদার মোশাররফ হোসেন,আমরুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক কামরুজ্জামান রাজা,উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাশফিকুর রহমাকন মামুন,বিএনপি নেতা মশিউর রহমান রকি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে স্বপ্নপূরণ স্কুলে পরিচালক মিজানুর রহমান ব্যবস্থাপনায় উপজেলার চোপিনগর জয়ন্তীবাড়ি স্বপ্নপূরণ স্কুল শাখা পরিদর্শন করেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। পরিদর্শন সময় তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য উপদেশ মূলক আলোচনা করেন।
উল্লেখ্য- স্বপ্নপূরণ স্কুল প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে ২০১৩ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বগুড়া শহরসহ প্রত্যন্ত অঞ্চলে ১৮টি শাখা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে সুবিধা বঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এই ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠানটি।