বগুড়ায় ব্রেড-বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির কমিটি গঠন

বগুড়া জেলা ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারী মালিক সমিতির সাধারণ নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শহরের কবি নজরুল ইসলাম সড়ক সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন শেষে ২ বছর মেয়াদী কমিটি গঠিত হয়। কমিটিতে আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মোঃ হাসান আলী আলাল সভাপতি ও এড. ইমদাদুল হক ইমদাদ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ব্যবসায়ী মহলে সুপরিচিত ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি হাসান আলী আলাল বলেন, বগুড়ার ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী শিল্প দেশের খাদ্য শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা এই শিল্পের মানোন্নয়ন, সদস্যদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নতুন উদ্যমে কাজ করবো। এছাড়া, এই খাতের সাথে যুক্ত শ্রমিকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হবে। এই খাতের যেকোনো সমস্যা সমাধানে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখবো।
নির্বাচিত কমিটির সহ-সভাপতি বায়েজিদ শেখ, রেজাউল করিম, শফিউল ইসলাম, আলী আজম, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাদির, আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তানজিলুল হক কিরণ, আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মেরাজ মিয়া, কোষাধ্যক্ষ জুলফিকার আলী, প্রচার সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক ভেলু মিয়া, শিক্ষা ও সাংকৃতি সম্পাদক শাহাদত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নান্নু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম, মিজানুর রহমান, মানিক মিয়া, রনজু মিয়া, রবিউল হাসান, ইমাম হোসেন।
উক্ত ২ বছর মেয়াদী কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন টিএমএসএস -এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, ঢাকা বেকারীর লিয়াকত আলী ও শ্যামলী কনফেকশনারীর হাবিবুল হক দুলাল।