সৈয়দপুরে সাহিত্য চর্চা কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে “বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পটভূমিতে প্রজন্মের বিন্যাসের বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাহিত্য চর্চা কেন্দ্র, সৈয়দপুর এর উদ্যোগে ওই আলোচনা সভা হয়। গতকাল শনিবার (১৭ মে) বিকেলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে ওই সভার আয়োজন করা হয়।
এতে প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সালাম।
সাহিত্য চর্চা কেন্দ্রের উপদেষ্টা মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এবং শফিকুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় আলোচক ছিলেন ঐতিহ্যবাহী ও প্রাচীনতম সৈয়দপুর সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীম।
আলোচনা সভায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিক ও সাহিত্য চর্চা কেন্দ্র, সৈয়দপুর এর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর আগে সৈয়দপুরের কিছু শিক্ষার্থীর সমন্বয়ে “মুক্ত চেতনার সৃষ্টিশীল মানুষ চাই” শ্লোগানকে সামনে রেখে সাহিত্য চর্চা কেন্দ্র, সৈয়দপুর এর আত্মপ্রকাশ ঘটে।