কাহালুতে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

বগুড়ার কাহালু থানা পুলিশ ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোলজার মোল্লাকে গ্রেফতার করেছে। প্রতিনিধিঃ
বগুড়ার কাহালু থানার এস আই রুবেল হোসেন ও এ এস আই মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার মুরইল বাস স্ট্যান্ড এলাকা থেকে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী গোলজার মোল্লা (৪৮) কে গ্রেফতার করেছেন।
গ্রেফতারকৃত গোলজার মোল্লা কাহালু উপজেলার বীরকেদার ফকিরপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার পুত্র। থানা পুলিশ জানান, ২০০৬ সালে জয়পুরহ্টা জেলার কালাই থানায় দায়েরকৃত মাদক মামলায় ২০১৫ সালে বিজ্ঞ বিচারক স্পেশাল ট্রাইব্রনাল-২ আসামি গোলজাল মোল্লাকে ৭ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন। আদালতের রায়ের পর থেকে সে পলাতক ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯