সৈয়দপুরে এক কৃষকের চারটি গরু ও একটি ছাগল চুরি গেছে

নীলফামারীর সৈয়দপুরে এক কৃষকের চারটি গরু ও একটি ছাগল চুরি গেছে। গত মঙ্গলবার (২০ মে) দিবাগত গভীর রাতে বোতলাগাড়ী ইউনিয়নের পশ্চিম বালাপাড়া এলাকার কৃষক আতা শাহ ভোলা গোয়াল ঘরের তালা কেটে চারটি গরু ও একটি ছাগল চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি হয়ে যাওয়া গরু ও ছাগলের বর্তমান বাজারমূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা বলে দাবি করেন ওই কৃষক। আয়ের অবলম্বন গরুগুলোকে হারিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আতা শাহ ভোলা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনের ন্যায় ঘটনার দিন গত মঙ্গলবারও সন্ধ্যায় উল্লিখিত কৃষক আতা শাহ ভোলা তাঁর গোয়াল ঘরে গরু ও ছাগল তুলে রাখেন। এরপর গোয়াল ঘরের দরজা তালাবদ্ধ করে রাখেন। ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে দরজায় তালা কাটা অবস্থায় দেখতে পান তিনি। পরে গোয়াল ঘরে ঢুকে দেখেন ৪ টি গরু ও একটি ছাগল নেই। গভীর রাতের যে কোন সময় চোরেরা গোয়াল ঘরের দরজার তালা কেটে নিয়ে গেছে। চুরি যাওয়া গরুগুলোর মধ্যে রয়েছে গাভী একটি, ষাঁড় একটি, বলদ দুইটি।
চুরি যাওয়া গরুর মালিক আতা শাহ ভোলা বলেন, রাতের বেলা হালকা বৃষ্টি হওয়ায় চুরির ঘটনাটি মোটেও টের পাওয়া যায়নি। তবে বাড়ির বাইরে রাস্তায় পিকআপের চাকার দাগ দেখা গেছে। গরু চুরি করে পিকআপে করে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার জনৈক ব্যক্তি জানান, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। কয়েক দিন আগেও ওই এলাকায় গরু চুরির ঘটনা ঘটে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন এক কৃষকের গরু চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরি যাওয়া গরুর বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।