নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েও পাঁকা হয়নি নন্দীগ্রামে সিংজানী থেকে ময়নাখাঁ হিন্দুপাড়া রাস্তা

সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমাকে ভোট দিন এমপি হলেই রাস্তা পাকা করে দিব। আসছে উপজেলা নির্বাচন এর পরেই রাস্তাটি পাঁকা হয়ে যাবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়েই আপনাদের রাস্তাটি প্রথম পাঁকা করার কাজ করব। এইভাবে সংসদ, উপজেলা, ইউনিয়ন পরিষদ নির্বাচন পার হয়ে যায়। এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয় কিন্তু পরে রাস্তার কথা আর কারো মনে থাকে না। নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে কেউ কথা রাখে না বলে দাবী করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী, চকপাড়া, ময়নাখাঁপাড়া, হিন্দুপাড়া ও ভেবড়াপাড়ার এলাকাবাসী।
এলাকাবাসীরা জানান, নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী পাঁকার মাথা থেকে ময়নাখাঁ হিন্দুপাড়া ২ কি.মি এবং ময়নাখাঁ পাড়া হতে রুপিহার আকবর এগ্রো অটেরাইস মিল মহাসড়কের মাথা পর্যন্ত ২ কি.মি হেয়ারিং রাস্তাটি বেহাল দশা।
বর্ষা এলেই দূর্ভোগ পোহাতে হয় এই এলাকার জনসাধারণ, শিক্ষার্থী ও কৃষকদের। চারটি পাড়ায় মোট দুই হাজার জনসংখ্যার বসবাস এখানে। এছাড়াও রয়েছে আশ্রয়ন প্রকল্পের ২৫ টি সরকারি ঘর। খড়া মৌসুমে কোনরকম চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে জনসাধারণের চলাচল, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষকদের কৃষি পণ্য বাজারজাত করতে দূর্ভোগে পড়েন তারা।
স্থানীয় এলাকাবাসী ও অটোচালকরা আরো বলেন, সিংজানী থেকে ময়নাখাঁ হিন্দুপাড়া ও রুপিহার পর্যন্ত হেয়ারিং রাস্তাটি ইট উঠে গিয়ে কোথাও উচু, কোথাও নিচু, কোথাও গর্ত সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে চলাচল করতে কষ্ট হয়। এমনকি কাঁধে করে মালামাল বহন করতে হয়। এই দূর্ভোগ থেকে পরিত্রাণের জন্য রাস্তাটি পাঁকা করার দাবি জানান তারা।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু তালিম হোসেন এই প্রতিবেদকে জানান, ইতিমধ্যে রাস্তাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। দ্রুত পাঁকা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করা হয়েছে।