নওগাঁর পোরশায় সুপেয় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন

নওগাঁর পোরশায় সুপেয় পানির সংকট নিরসনের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার কুশারপাড়া বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ছাওড় ইউনিয়ন পরিষদ চত্তরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র ও ছাওড় সিসিআরসি’র আয়োজনে ও সিসিডিবি সংস্থার বাস্তবায়নে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাওড় ইউপি সদস্য জহুরুল ইসলাম, সাংবাদিক ডিএম রাশেদ, প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর স্টিভ রায় রূপন, সিসিআরসি’র সভাপতি ও সাধারন সম্পাদক প্রমুখ। এর আগে ইউনিয়ন পরিষদ চত্তরে প্রতিবাদমূলক ১হাজার ২০০টাকার ৩০লিটার ফ্রেশ পানির বোতল দিয়ে গোসল করে পানির অপচয় রোধ করার দাবী জানান স্থানীয় এক যুবক। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯