বগুড়ার সমাবেশ হবে তারুণ্যের ঐতিহাসিক মিলনমেলা- যুবদল সভাপতি মুন্না

৩১ দফা বাস্তবায়নে তরুণসমাজকে নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার লক্ষ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর আয়োজনে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া তারুণ্যের সমাবেশ এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আগামী ২৩ ও ২৪ শে মে রাজশাহী ও রংপুর বিভাগ মিলিয়ে বগুড়ায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিনার ও তারুণ্যের সমাবেশ আয়োজন কি ঘিরে নানা পরিকল্পনার কথাও বলেন তিনি।
বিএনপির এই ৩ অঙ্গসংগঠনের পক্ষে যুবদল সভাপতি মুন্না জানান, তরুণ সমাজের ভাবনা ও অধিকার নিয়ে কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় ২৩ মে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার শহরের ৫ তারকা হোটেল মমইন মিলনায়তনে এবং ২৪ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ বিষয়ক সমাবেশ শহরের সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। দুটি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন ঝুঁকিপূর্ন অবস্থায় আছে, কেউ কেউ তরুনদের বিপথগামী করার চেষ্টা করছে। বিএনপি তারুন্য নির্ভর দল, তরুনদের সামনে এগিয়ে নেয়ার জন্যই এমন সেমিনার ও সমাবেশ। এছাড়াও তারুন্যকে প্রাধান্য দিয়েই আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নিবেন বলে জানান যুবদল কেন্দ্রীয় সভাপতি।
মোনায়েম মুন্না সাংবাদিকদের বলেন, এই আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সাথে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা। এই ধারাবাহিকতায়, চট্টগ্রাম ও খুলনায় দুই পর্বের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে শুক্রবার বগুড়ায়। তিনি আরও জানান, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। এখানে নানা মত-পথ, শ্রেণি-পেশা চিন্তাধারায় তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন লক্ষ্যে; একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। ‘তরুণদের সঙ্গে থাকছেন বিএনপি অঙ্গসংগঠনের অভিজ্ঞ নেতাকর্মীরা, যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। এই আয়োজনে শুধু তরুনরা অংশগ্রহণকারী হিসেবেই থাকছেন না, তারা নিজেদের স্বপ্ন, অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন ঘটাবেন। তারা মনোযোগ দিয়ে শুনবেন ভবিষ্যত নীতি, কর্মপরিকল্পনা ও রূপরেখা, যা তরুণদের নিজস্ব স্বপ্নপূরণের পথনির্দেশক হয়ে উঠতে পারে।’
সংবাদ সম্মেলনে আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তরুণরাই ভবিষ্যতের নির্মাতা এবং দলের প্রকৃত চালিকাশক্তি। এই আয়োজন তারই প্রতিফলন। যেখানে তরুণদের অংশগ্রহনের মধ্য দিয়ে দলকে আরও জনভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলায় উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করে যে দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও জনগণের অংশগ্রহণভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।’
আয়োজন প্রসঙ্গে বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগীয় মিডিয়া সেলের কো-অর্ডিনেটর কালাম আজাদ বলেন, তারুণ্যের এই অনুষ্ঠানকে ঘিরে বগুড়ায় তরুণদের মধ্যে প্রাণোচ্ছ্বল আমেজ বিরাজ করছে। আগামী ২৩ ও ২৪ মে বগুড়া শহর তারুণ্যে ভরপুর হয়ে থাকবে। ইতিমধ্যেই আয়োজকদের পক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।