কাহালুতে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার মো. কাওছার হাবীব।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মীর কাশিম আলী, উপজেলা সামজসেবা অফিসার আবিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুজ্জামান, উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার রাইহাতুন নাহার,উপজেলা জামায়াতের সেক্রেটারী শহিদুল ইসলাম সবুজ, দৈনিক করতোয়া পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুস ছালেক তোতা, দৈনিক ভোরের দর্পণ ও দৈনিক মুক্তবার্তা পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি আব্দুল মতিন, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার কাহালু উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম শেখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। উদ্বোধনের আগে এক র্যালী বের করা হয়। র্যালী ও উদ্বোধন শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে জনসচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।