বাল্যবিবাহ, ইভটিজিং, ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে গতকাল বগুড়ার পল্লীমঙ্গল বারুইপাড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইলে আসক্তি, কিশোর অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু হেল্প ডেস্ক এর সাব-ইন্সপেক্টর জেবন নেছা। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বজলুর রশীদ, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়েশা বেগম, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক সোহবাব আলী খান, সভাপতি সাজ্জাদুল বারী সহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ, ইভটিজিং, মোবাইলে আসক্তি, কিশোর অপরাধ ও আত্মহত্যা প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখবেন মর্মে অঙ্গীকার করেন।