সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল জন্মজয়ন্তী পালিত

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার আয়োজনে গত ১১ জ্যৈষ্ঠ (রোববার) জাতীয় কবি নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদ্যাপন করা হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটায় শহরের সাহেবপাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নজরুল জন্মজয়ন্তীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মো. শফিউল ইসলাম রঞ্জু।
আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন উদীচী সৈয়দপুর শাখার সভাপতি প্রখ্যাত সংগীতজ্ঞ ও ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির।
এতে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি দলিলুর রহমান দিলু, সাহিত্য সম্পাদক ফারহানা সুলতানা, কার্যকরী সদস্য প্রকৌশলী মো. মোমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক কুমার অপু বিশ্বাস।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচীর শিল্পী ও সদস্যরা জাতীয় কবি নজরুল ইসলামে কবিতা আবৃত্তি এবং একক ও সমবেত কন্ঠে নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
এতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার সকল সদস্য-সদস্যা ও শিল্পীরা উপস্থিত ছিলেন।