পার্বতীপুরে "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিত করন সেমিনার"

দিনাজপুরের পার্বতীপুরে "বাংলাদেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের ( ২য় ফেইজ) অবহিত করন সেমিনার" অনুষ্ঠিত হয়েছে।
দেশের প্রান্তিক পেশাজীবি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পার্বতীপুর উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে সোমবার (২৬ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মোঃ নাফিজ শরীফ,সমাজ সেবা অফিসার (চিকিৎসা), সমাজ সেবা অধিদপ্তর ঢাকা। আলোচক ছিলেন মোঃ আব্দুল মতিন,উপ-পরিচালক, জেলা সমাজ সেবা কার্যালয়,দিনাজপুর এবং জুমে সংযুক্ত ছিলেন মোছাঃ জিলুফা সুলতানা (উপ-সচিব),পরিচালনা,বিভাগীয় সমাজ সেবা কার্যালয়,বংপুর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তাপস রায়,উপজেলা সমাজ সেবা অফিসার,পার্বতীপুর।
সেমিনারে কামার কুমার বাঁশ ও বেত নরসুন্দর বেদে নকশী কাথা শতরঞ্জি শিল্পের প্রান্তিক লোকজন সহ উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এনজিও প্রতিনিধি ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।