সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে দেয়ালিকার মোড়ক উন্মোচন

নীলফামারীর সৈয়দপুরে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের দেয়ালিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ‘এলো বরষা’ নামের ওই দেয়ালিকায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বরচিত ছড়া, কবিতা, গল্প, চিত্রাঙ্কন স্থান পেয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে দশটায় শহরের কয়ানিজপপাড়াস্থ প্রতিষ্ঠানটি চত্বরে আনুষ্ঠানিকভাবে দেয়ালিকাটির মোড়ক উন্মোচন করা হয়। এর মোড়ক উন্মোচন করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক মো. আতাউর রহমান, জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল, সহাকারী শিক্ষক বিললিস বানু, সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক পরেশ চন্দ্র রায়, সহকারী শিক্ষক রেজা মাহমুদ, সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস, সহকারী শিক্ষক সাদিয়া পারভীন প্রমূখ।
প্রতিষ্ঠানটির দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মালিহা মেহজাবিন ‘এলো বরষা’ দেয়ালিকার সম্পাদনা করেছে। আর এটি সম্পাদনার সার্বিক তত্ত্বাবধায়ন করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবীর দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাস।
দেয়ালিকার সম্পাদক মালিকা মেহজাবিন জানায়, আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এমন উদ্যোগ নেয়া হয়। এই আয়োজনে প্রতিষ্ঠানটি বিভিন্ন শ্রেণির উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী তাদের লেখা কবিতা, ছড়া,গল্প, চিত্রাঙ্কন জমা দেন। এর মধ্যে থেকে ১৪ জনের লেখা কবিতা, ছড়া, গল্প, চিত্রাঙ্কন দেয়ালিকাটিতে স্থান পেয়েছে। আগামীতে বৃহৎ পরিসরে এ ধরনের প্রকাশনার কাজ করা হবে।
সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.মোখলেছুর রহমান জুয়েল বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগ খুবই আশাব্যঞ্জক। তিনি দেয়ালিকা প্রকাশনার জড়িত সকলের ভূয়সী প্রশংসা করেন। দেয়ালিকা বরষার মতো আয়োজন বর্তমান প্রজন্মকে লেখালেখিতে অনেক বেশি উৎসাহিত করবে এবং সৃজনশীল কাজে অনুপ্রেরণা জোগাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।