রাণীনগরে ফের গরু-ছাগল চুরি

নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে ফের দুটি গরু এবং দুটি ছাগল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রঞ্জনিয়া পাকার পাথা মোড়ের মৃত আব্দুস ছামাদের ছেলে কৃষক ডবøু প্রামানিকের বাড়ী থেকে এই চুরির ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ী থেকে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরি হয়ে যায়। কৃষক ডবøু প্রামানিক জানান, শুক্রবার সন্ধায় গরু-ছাগল গোয়াল ঘরে তুলে
তালা দিয়ে ঘুমিয়ে পরেন। রাত অনুমান তিনটা নাগাদ ঘুম থেকে ওঠে গোয়াল ঘরের বৈদ্যুতিক ফ্যান বন্ধ করে আবারো ঘুমিয়ে পরেন। ভোর সাড়ে চারটা নাগাদ ঘুম থেকে ওঠে বাহিরে বের হতে চাইলে দেখতে পান বাহির থেকে দরজার শিকল আটকানো রয়েছে। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিকল খুলে বাহিরে বের হন। তিনি জানান,চোরেরা বাড়ীর প্রাচীরের ইট খুলে বাড়ীর মথ্যে প্রবেশ করে। এর পর মেইন গেটের এবং গোয়াল ঘরের দরজার তালা কেটে প্রায় তিন লাখ টাকা দামের দুটি গরু এবং প্রায় ৩০হাজার টাকা দামের দুটি ছাগল চোরেরা চুরি করে
নিয়ে গেছে।এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার পারইল ইউনিয়নের মাঝগ্রামের আজিজুল হকের বাড়ীর প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে মেইন গেটের এবং গোয়াল ঘরের তালা কেটে কোরবানীর গরুসহ দুটি গরু এবং সাতটি ছাগল চুরির ঘটনা ঘটেছে।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান বলেন,এঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।