বগুড়ায় টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (টিটিইআই) এর নবীন শিক্ষার্থীদের। বগুড়ায় গতকাল শনিবার ইন্সটিটিউট এর ইঞ্জিনিয়ারিং চত্বরে শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায় অনুষ্ঠান, মাদক সচেতনতামূলক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সফিকুল ইসলাম। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (টিটিইআই) এর চেয়ারম্যান ও টিএমএসএস প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, মাদক সচেতনতামূলক বক্তব্য রাখেন পিবিআই বগুড়ার ইন্সপেক্টর (এডমিন) মোঃ জাহিদ হোসেন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান, চীফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, পিবিআই বগুড়ার সাব- ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিইআই এর অধ্যক্ষ রিহান ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন ডোমেইন চীফ সাজ্জাদুল বারী সুমন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তাগণ ইঞ্জিনিয়ারিং বিদ্যায় দক্ষ করে গড়ে তুলতে গুরুত্ব আরোপ করেন। আগামী নতুন বাংলাদেশ গড়ে তুলতে এই শিক্ষায় শিক্ষিতরা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের অবদানের জন্য সংবর্ধনা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান এবং আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।