ঘোড়াঘাটে ক্যারেন্ট ও শয়তান জাল দিয়ে পোনা মাছ ধরে বাজারে বিক্রয় করলেও প্রশাসন নিরব

দিনাজপুরের ঘোড়াঘাটে ক্যারেন্ট জাল ও শয়তান জাল দিয়ে পোনা মাছ ধরে হাট বাজারে বিক্রয় করলেও প্রশাসনকে নিরব থাকার অভিযোগ উঠেছে। জানা যায়, বাংলাদেশ সরকারের আইনে বলা রয়েছে, কোন ব্যক্তি যদি পোনা মাছ ধরে তার বিরুদ্ধে জেল জরিমানার বিধান রয়েছে। এবার আগাম বৃষ্টি হওয়ায় ডিম ওয়ালা মা মাছ মাঠে ঘাটে প্রচুর পোনা মাছ ছেড়েছে। পোনা মাছ রক্ষা করার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের প্রতিটি উপজেলার মৎস্য কর্মকর্তাসহ প্রশাসন। কিন্তু পোনা মাছ ক্যারেন্ট জাল ও শয়তান জাল দিয়ে প্রকাশ্যে ধরে হাট বাজারে বিক্রি করলেও ঘোড়াঘাটে পোনা মাছ রক্ষাকারী সংস্থা দেখেও না দেখার ভান করছে। ঘোড়াঘাট উপজেলার মাঠ গুলোতে ও মহিলা নদী এবং করতোয়া নদীতে অভিযান পরিচালনা করলেও ২-৩ ট্রাক ক্যারেন্ট জাল ও শয়তান জাল উদ্ধার করা সম্ভব হবে। এ ব্যাপারে ঘোড়াঘাট উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও ওই সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। ঘোড়াঘাটে কে রক্ষা করবে এ পোনা মাছ? দেখার কেউ নেই।