বানারীপাড়ায় শিক্ষক নাসরিন পারভীনের ইন্তেকাল

বরিশালের বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন পারভীন (৫৮) আর নেই। সোমবার (২ জুন) ভোর ৪টায় ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় বড় বোনের বনশ্রীর বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্না....রাজিউন)। ব্রেন স্ট্রোক জনিত কারনে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে তিনি জাতীয় শ্রেষ্ঠ পুরস্কারপ্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই জমজ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এদিন (সোমবার) বাদ আসর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তার মরদেহ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে চির নিন্দ্রায় শায়িত করা হয়। তিনি ওই ওয়ার্ডের প্রয়াত ব্যবসায়ী মোজাম্মেল হকে স্ত্রী। এদিকে তার মৃত্যুতে জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।