হাজারও মানুষের ঢল কাহালু উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওঃ তায়েব আলীর নামাজে জানযা সম্পন্ন
গতকাল সোমবার সকাল ৯ টায় কাহালুর অঘোর মালঞ্চা উচ্চ বিদ্যালয় মাঠে কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বগুড়া জেলা জামায়াতে সাবেক আমীর আলহাজ্ব অধ্যক্ষ মাওঃ তায়েব আলী (৮৪) এর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানযায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম খান, নির্বাহি সদস্য ও বাইদুল মাল সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালুÑনন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সুরার সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুর রহিম, কেন্দ্রীয় শ্রমিক কল্যান সমিতির সহ-সভাপতি মাওলানা গোলাম রব্বানী, সহ সেক্রেটারী অধ্যাপক আব্দুল মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমির মাওলানা আব্দুল হক সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির মাওলানা ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমির মাওলানা শাহিনুর আলম, বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আলমগীর হোসাইন, সেক্রেটারী মাওঃ মানছুরুর রহমান, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক মেয়র ফরিদুর রহমান ফরিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান, নায়েবে আমীর অধ্যাপক মাওঃ শহীদুল্লাহ, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পশ্চিম শাখা) সভাপতি সাইয্যেদ কুতুব শাব্বির, মরহুমের পুত্র জামায়াত নেতা মাওঃ আবু দাউদ, জামাতা ইসলামী ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক মতিউর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মন্জুরুল ইসলাম রাজু, সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহালু উপজেলা শাখার সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল হান্নান, জামায়াতনেতা ফেরদৌউস আলম, হাফেজ নজরুল ইসলাম সাইফুল, আলহাজ্ব ফখরুল ইসলাম সহ জামায়াত, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও হাজার হাজার মুসল্লীবৃন্দ ।
নামাজে জানাযা শেষে তাকে উপজেলার গুরবিশা গ্রামে পারিবারিক কবরাস্থনে দফন করা হয়।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ