সৈয়দপুরে বোতলাগাড়ী ইউনিয়নে ভিডব্লিউবি’র উপকারভোগীদের মাঝে চাল বিতরণ
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিডব্লিউবি কার্যক্রমের ২০২৩-২০২৪ইং চক্রের উপকারভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ জুন) বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাল বিতরণকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ, পাঁচ নম্বর ওয়ার্ড মেম্বর মো. মহির উদ্দিন, সমাজসেবক আনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বোতলাগাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ফেরেজুল শাহ জানান, তাঁর ইউনিয়নে নয়টি ওয়ার্ডে ভিডব্লিউবি উপকারভোগী সংখ্যা হচ্ছে ৭১৬ জন। তাদের মধ্যে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে গেল মে মাস পর্যন্ত এক সাথে পাঁচ মাসের তিন হাজার ৫৮০ বস্তা চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগী প্রতি মাসের জন্য ৩০ কেজি ওজনের এক বস্তা করে পাঁচ বস্তা চাল পাচ্ছেন। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।
সৈয়দপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচটি কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙ্গালীপুর, বোতলাগাড়ী ও খাতামধুপুর ইউনিয়নে ভিডব্লিউবি কার্যক্রমের ২০২৩-২০২৪ইং চক্রের উপকারভোগী রয়েছেন দুই হাজার ৬৯৪ জন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: