শিবগঞ্জে ঈদকে সামনে রেখে কামারপাড়া টুংটাং শব্দে মুখরিত
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। এই কোরবানী ঈদকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কামারপল্লীতে বেড়েছে ব্যস্ততা সেই সঙ্গে কামার পল্লী কারিগরদের টুংটাং শব্দে মুখরিত হচ্ছে কামার পল্লীগুলো। ব্যস্ত সময় পার করছেন কামার পল্লীর কারিগররা। এবার ঈদে স্টিল ইস্পাতের বিদেশী চাকু ছুরি কাছে তাদের পণ্য যেন মুখ থুবড়ে পড়ছে। এই মন্দা অবস্থার মধ্যে দিয়েও বসে নেই উপজেলার কামার পল্লীর কারিগররা। ঈদের জন্য তাদের তৈরি দা, বঁটি, ছুড়ি, চাপাতি, কুড়াল সরঞ্জাম মাংস কাটতে তুলনা নেই। তাই এখনো তারা কোনো রকমে টিকিয়ে রেখেন এই শিল্পকে। ঈদকে সামনে রেখে খাওয়া দাওয়া ভুলে গিয়ে কাজ করে যাচ্ছেন দিনরাত। কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত করে যাচ্ছেন কঠিন প্ররিশ্রম। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কামারকারিগর প্রদীপ কুমার কর্মকার জানান, প্রতি বছরের ন্যায় এবার কিছুটা ব্যস্ততা কম। এর কারণ বিদেশি তৈরি উন্নত মানের কোরবানী জবাই করা ও কাটার বিভিন্ন ধরনের চাকু, ছুড়ি, বটি, দা, কুড়াল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রচার হওয়ায় কমেছে আমাদের প্রয়োজনীয়তা। বিগত বছরের ন্যায় কমেছে ব্যস্ততা। আমাদের তৈরি দেশীয় অস্ত্র দামে সস্তা ও টিকসই। ২৫০-৩০০ টাকার মধ্যে আমরা সব ধরনের কোরবানীর মাংস কাটার সরঞ্জাম বিক্রি করে থাকি। বানাইল পশ্চিমপাড়া গ্রামের কামারপল্লী বাসিন্দা অশোক কুমার কর্মকার জানান, বাপ দাদার আমলের এই শিল্প কোনো রকমে টিকিয়ে রেখে জীবিকা নির্বাহ করছি। এখন তেমন আগের মতো জালানীর জন্য দেলীয় কয়লা পাওয়া যায় না। পাওয়া গেলেও দাম অনেক বেশি। এতে আমাদের লাভ তো দূরের কথা সংসার চালানো দায় হয়ে গেছে। শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী কামারপাড়ার কারিগরদের মধ্যে শুভল চন্দ্র মোহন্ত কর্মকার জানান, বর্তমানে রড জাহাজের পাত ও ইস্তাপাত, গাড়ির স্প্রিং বিভিন্ন উপকরণের দাম বাড়ায় বিদেশি পণ্যের সাথে আমাদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। সাড়া বছরে যা ইনকাম করি তা দিয়ে জীবন জীবিকা নির্ভর করা কঠিন হয়ে পড়েছে। এক সময় হয়তো বা এই পেশা ছেড়ে দিতে বাধ্য হতে হবে। সরকার যদি আমাদের ক্ষুদ্র ঋণ দিয়ে এই শিল্পকে বেচে রাখার জন্য সহযোগিতা করেন তাহলে আমরা উপকৃত হবো এবং এই ঐতিহ্যবাহী পেশাকে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: