সংবাদ প্রকাশের পর হিলির সেই ইউপি চেয়ারম্যান স্বপনকে অব্যাহতি

"গরিবের চাল গেল কোথায়? চেয়ারম্যানের বিচার দাবি" শিরোনামে সংবাদটি গত ১৫ এপ্রিল প্রচার হয় । সংবাদটি প্রচারের পর নড়েচড়ে বসে স্থানীয় সরকার। শুরু করে তদন্ত। তদন্তে প্রমাণিত হওয়ায় অব্যাহতি দেওয়া হয় দিনাজপুর জেলার হাকিমপুর (হিলি) উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ছদরুল শামীম স্বপনকে।
মঙ্গলবার (৩ জুন) ঐইউনিয়নে প্রশাসক হিসেবে প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার দিনাজপুর।
বুধবার (৪ জুন) বিকেলে বিষয়টি জানিয়েছেন, দিনাজপুর স্থানীয় সরকার অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন।
তিনি জানান, হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঈদুল ফিতরের ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ উঠেছিলো। এছাড়াও ঐইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের ভুক্তভোগীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। তার প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়। তদন্তে সত্যতা পাওয়া যায় এবং উপজেলা নির্বাহী অফিসারের প্রস্তাবনা অনুযায়ী ঐইউনিয়নে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।