পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণী
কার্যক্রম এর আয়োজন করা হয়।
সোমবার সকালে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট এর সহযোগিতায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এর উদ্যোগে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট- এর প্রধান শিক্ষক মো: তাহেরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল। উক্ত আলোচনা সভায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন ও টিভিসি প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পঞ্চগড় পরিবেশ অধিদপ্তর এর পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের বিন দেওয়া হয় ও শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পঞ্চগড় প্রতিনিধি