শাজাহানপুরে ৩৩শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ার শাজাহানপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩৩শ’ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৪-২০২৫ অর্থবছরের রোপা আমন, গ্রীষ্মকালীন পেঁয়াজ, হাইব্রিড মরিচ, সবজি, আম, কাঁঠাল, নিম, বেল ও জাম চারা আবাদসহ বিভিন্ন প্রকল্পের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, মো. মোসাদ্দেক হোসেন শাওনসহ উপজেলা কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
কর্মসূচির আওতায় উপজেলার ৩৩০০ জন কৃষককে উচ্চ ফলনশীল জাতের ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।
এছাড়াও গ্রীষ্মকালীন পেঁয়াজ সংরক্ষণের জন্য বিশেষ এয়ার ফ্লো মেশিন বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা কৃষকের উৎপাদন ও সংরক্ষণে বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে।