মসজিদের হিসাব চাওয়াকে কেন্দ্র করে আদমদীঘিতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে প্রাণ নাশের চেষ্টা
বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর গ্রামের পীরপালের জমি ও মসজিদের আয়-ব্যায়ের হিসাব-নিকাশ চাওয়াকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানকে প্রাণ নাশের চেষ্টার অভিযোগ উঠেছে। ডহরপুর গ্রামের পূর্ব পাড়া পীলপাল জামে মসজিদের সভাপতি আব্দুল হামিদ সহ ওই গ্রামের কিছু দুষ্কৃতিকারী ব্যক্তিরা মিলে গত শুক্রবার (২৭ জুন) জুম্মার নামাজের পর এ ঘটনা ঘটায়।
জানা যায়, উপজেলার ডহরপুর গ্রামে অবস্থিত ডহরপুর পীরপাল মসজিদ ওয়াকফ স্টেট হওয়ায় মসজিদের কমিটি সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘ ১৮ বৎসর যাবৎ স্বঘোষিত, পরধনলোভী ও আমানত খিয়ানতকারী কিছু অসৎ ব্যক্তি দ্বারা গঠিত কমিটির সঙ্গে গ্রামের সচেতন মুসল্লীদের মসজিদের সম্পদ রক্ষণাবেক্ষণ আয়-ব্যয়ের হিসাব নিয়ে একটি মন দ্বন্দের সৃষ্টি হয়। যা বর্তমানে বড় আকারে ধারণ করেছে। এ ঘটনার জেরে গত শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে কমিটির কাছ থেকে মসজিদের ১৮ বছরের আয়-ব্যয়ের হিসাব চাওয়ায় স্বঘোষিত কমিটির অসৎ সদস্যরা মুসল্লিদের পক্ষে কথা বলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে মারার জন্য উদ্বত হয়। এক পর্যায়ে উপস্থিত মুসল্লীরা বলে আগামী শুক্রবার অর্থাৎ গত ২৭ জুন সবাই বসে হিসাব নিকাশ প্রদান করা হবে। কিন্তু গত শুক্রবার ২৭ জুন হিসাব-নিকাশ ছাড়াই তারা মসজিদের জমি ও পুকুর ডাক দেওয়া হবে মর্মে ঘোষনা দেয়। পরে মসজিদে অবস্থানরত সচেতন মুসল্লিরা বলে আগে পূর্বের হিসাব-নিকাশ প্রদান করা হোক তারপর জমি পুকুর ডাক হবে। এই কথা বলা মাত্রই মসজিদের সভাপতি আব্দুল হামিদ পূর্ব পরিকল্পিত ভাবে মসজিদের বারান্দায় পূর্ব থেকেই এক কোণে রাখা লাঠি, লোহার রড, ধারালো চাকু সহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সকল উপস্থিত সচেতন মুসল্লীদের উপর মারমুখী হয়ে চড়াও হয়। এক পর্যায়ে জানে মেরে ফেলার উদ্দেশ্যে মসজিদের সভাপতির হাত ব্যাগে লুকিয়ে রাখা ধারালো চাকু দ্বারা মসজিদের উপস্থিত মুসল্লী আবু হাসানের পেটে মারার উদ্দেশ্যে প্রহার করিলে তা উপস্থিত লোকজন প্রতিহত করে। যার ফলে আবু হাসান প্রাণে বেঁচে গেলেও তার পেটের এক পাশে ধারালো ছুরির আঘাতে কেটে যায় ও রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। উক্ত ঘটনাকে কেন্দ্র করে মসজিদের ভিতরেই একটি রক্তক্ষয়ী সংর্ঘষের সৃষ্টি হয়ে অনেক সচেতন মুসল্লীরা আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয় বলে জানায় ওই গ্রামের সচেতন মুসল্লীরা।
এ ব্যাপারে আবু হাসান জানান, আমরা গ্রামের সচেতন মুসল্লীরা মিলে মসজিদের দীর্ঘ ১৮ বছরের শুধু হিসাব-নিকাশ চেয়েছি। কিন্তু মসজিদের বির্তকৃত সভাপতি আব্দুল হামিদ পূর্ব পলিকল্পিত ভাবে আমাকে প্রাণে মারার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এছাড়া আমাকে হয়রানি ও আমার মান ক্ষুন্ন করার উদ্দেশ্যে আমাকে জড়িয়ে মিথ্যা মামলা ও পত্র পত্রিকায় খবর প্রকাশ করাচ্ছে।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ