কাহালুতে জামায়াতের উদ্যোগে জুলাই-আগষ্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার উদ্যোগে জুলাই-আগষ্টের গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও পুঙ্গত্ব বরণ কারীদের স্বরণে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার আমীর মাওঃ আব্দুস শাহীদ খান।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাহালু উপজেলা শাখার নায়েবে আমীর ও নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব মাওঃ শহীদুল্লাহ, সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন, সহকারী সেক্রেটারী মাওঃ বেলায়েত হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আবু ইউসুফ, মাওঃ আব্দুল হামিদ, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওঃ রেজাওয়ানূল ইসলাম খান, মাওঃ মুনছুরুর রহমান, জামায়াত নেতা আব্দুল লতিফ শিশির, কামরুল হাসান, কাজী ফেরদাউসুর রহমান, মাওঃ মোখলেছুর রহমান, রেজাউল করিম রাজু,আহসান হাবিব ইমরুজ,মাওঃ আবু দাউদ, এরফান আলী, আলহাজ্ব জহুরুল ইসলাম,আলহাজ্ব ফাখরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।