কাহালু সরকারি কলেজের পুকুর প্রকাশে ডাকে ১৮ লাখ ৭০ হাজার টাকা পত্তন

বুধবার বেলা ১১ টায় বগুড়ার কাহালু সরকারি কলেজের শিক্ষকদের হলরুমে প্রকাশে ডাকে অত্র কলেজের প্রায় ৮ বিঘা পুকুর তিন বছরের জন্য ১৮ লাখ ৭০ হাজার টাকা পত্তন করা হয়েছে।
উক্ত পুকুর পত্তনের সময় উপস্থিত ছিলেন কাহালু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. আজম আলী খান, পুকুর পত্তন কমিটির আহবায়ক পি এম মাকছুদুর রহমান, সদস্য মোছা. রশিদা খাতুন, মো. আফজাল হোসেন খান, মো. শহীদুজ্জামান খান, মোছা. মোসলেমা খাতুন, কাহালু থানার এস আই জমশেদ আলী, পুকুর পত্তনের ডাককারী কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী প্রভাষক আলহাজ্ব মো. রিজভী নোমান মামুন, প্রভাষক মো. শাহাবুদ্দিন ও হাফেজ মো. সুলতান মাহমুদ সহ সাংবাদিকবৃন্দ।
পুকুর পত্তনের সরকারি ডাক ছিল ১৮ লাখ টাকা। প্রকাশে ডাকে সর্বোচ্চ ১৮ লাখ ৭০ হাজার টাকা দিয়ে তিন বছরের জন্য উক্ত পুকুর পত্তন নিয়েছেন কাহালুর বিশিষ্ট মৎস্যচাষী প্রভাষক আলহাজ্ব মো. রিজভী নোমান মামুন।