পোরশায় গরু চোরসহ দুই মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর পোরশায় কুবেদ আলী(২৫) নামের এক গরু চোর ও সাইজুল ইসলাম(৩০) এবং মিলন(৩৩) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। আটকৃত কুবেদ আলী উপজেলার কালাইবাড়ি গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে, সাইজুল ইসলাম একই জেলার সাপাহার উপজেলার গোয়ালা(কয়েন্দা) গ্রামের কুদ্দুস আলীর ছেলে ও মিলন একই উপজেলার খোট্টাপাড়া (হাড়িপাড়া) গ্রামের মৃত শুকুর মোহাম্মদের ছেলে। এদের মধ্যে কুবেদকে কালাইবাড়ি মহিলা মাদ্রাসা এলাকা থেকে এবং মাদক ব্যবসায়ী দুজনকে পোরশা উপজেলার বাদকয়েন্দা এলাকা থেকে ১৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে।
এ ব্যাপারে পোরশা থানায় পৃথক দুটি মামলা হয়েছে ও আটকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক।
সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ
১৮ মে, ২০১৯
২৩ মে, ২০১৯
২৫ মে, ২০১৯

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :