কৃষক দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হকের মৃত্যুতে সৈয়দপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল হকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা কৃষক দলের আয়োজনে গত মঙ্গলবার (১ জুলাই) রাতে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ রাজনৈতিক বিএনপি কার্যালয়ে ওই কর্মসূচি পালন করা হয়।
সৈয়দপুর সাংগঠনিক জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সাদেদুজ্জামান দিনারের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলফ্রেড টিটো চৌধুরীর সঞ্চালনায় সভায় রংপুর বিভাগীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক প্রয়াত আনোয়ারুল হকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর স্মৃতিচারণা করে আলোচনায় অংশ নেন জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম বসুনিয়া মিজু, কিশোরগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সভাপতি মনির সরকার প্রমুখ।
সভায় আলোচকরা বলেন, আনোয়ারুল ইসলাম ছিলেন কৃষক দলের প্রাণ শক্তি। তাঁর নেতৃত্ব এবং সার্বিক দিক নির্দেশনায় রংপুর বিভাগের কৃষক দল হয়ে ওঠে শক্তিশালী। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কৃষকসহ জনগণের মাঝে পৌঁছে দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করতে ব্যাপক ভুমিকা পালন করেছেন। বর্তমানে আমরা একজন দক্ষ সংগঠককে হারালাম উল্লেখ করে আলোচকরা বলেন, দলের প্রতি তাঁর ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা তাঁর দেয়া দিক নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে যাবো বলে জোড়ালো কন্ঠে উচ্চারণ করেন বক্তারা।
এ সময় কৃষক দলের সৈয়দপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি টিটু, জেলা কৃষক দলের সদস্য আনোয়ারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি বরাত হোসেন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি খালিদ মঞ্জুর পাপ্পু, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।