নন্দীগ্রামে অসহায় অসুস্থ দম্পতির পাশে দাঁড়াল প্রশাসন
সন্তানহীন অসহায় রফিকুল-রেহেনা দম্পতির জীবনে আশার আলো হয়ে দাঁড়াল নন্দীগ্রাম পৌর প্রশাসন। বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের গুন্দইল গ্রামের এই দম্পতি টিনের বেড়ার ছোট একটি ঘরে অর্ধাহার-অনাহারে দিন কাটাচ্ছেন বহুদিন ধরে। শারীরিক অসুস্থতায় কর্মক্ষমতা হারানো রফিকুল ইসলাম ও চলাফেরায় অক্ষম স্ত্রী রেহেনা খাতুনের চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই, নেই নিয়মিত খাবারেরও নিশ্চয়তা। দুই বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে রফিকুল ইসলামের হাত-পা অসাড় হয়ে যায়। এর আগেই অসুস্থ হয়ে পড়েন রেহেনা খাতুন। সন্তান না থাকায় জীবন হয়ে উঠেছে আরও দুর্বিষহ। কখনো প্রতিবেশীর দয়ায় দুবেলা খাবার মিলছে, আবার কখনো না খেয়েই দিন পার হচ্ছে তাদের। সম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় ‘অর্ধাহার-অনাহারে দিন কাটে রফিকুল-রেহেনা দম্পতির’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোসা. লায়লা আঞ্জুমান বানু পৌর প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ছুটে যান অসহায় এই দম্পতির ভাঙা ঘরে। এ সময় চাল, ডাল, আটা, তেল, আলু, পেঁয়াজ, রসুন, মরিচসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তাদের হাতে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু বলেন, ‘খবরটি জানতে পেরে সঙ্গে সঙ্গে পৌর কর্মকর্তাদের নিয়ে এই দম্পতির পাশে দাঁড়িয়েছি। সাময়িক সহযোগিতা দিয়েছি, সামনে আরও সহায়তা অব্যাহত থাকবে।’
এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, সতীশ চন্দ্র কারিগরি স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার,সাংবাদিক মামুন আহমেদ। অসহায় রফিকুল-রেহেনা দম্পতির পাশে প্রশাসনের এই মানবিক উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।

নন্দীগ্রাম (বগুড়) প্রতিনিধি :