কাহালুতে গলায় ফাঁস দিয়ে মাদ্রাসা ছাত্রীর আত্নহত্যা

বগুড়ার কাহালুতে নিজ ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে রিমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্নহত্যা করেছে।
গতকাল বুধবার বেলা ১১ দিকে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের আখরাইল গ্রামে নিজ বাড়ীর শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করে। রিমা আক্তার উল্লেখিত গ্রামের আব্দুর রহিমের মেয়ে ও কাহালুর মাগুড়া আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী।
পারিবারিক সূত্রে জানা গেছে, রিমার বাবা পেশায় একজন রাজমিস্ত্রী সে বর্তমানে কুষ্টিয়ার কর্মরত। সকালে রিমা আক্তার মাদ্রাসায় যাবার সময় টাকা চায়, দরিদ্রতার কারণে মা নিপা বেগম তাকে টাকা দিতে না পারাই অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ ব্যাপারে কাহালু থানায় একটি ইউডি মামলা হয়েছে। আত্নহত্যার বিষয়টি কাহালু থানা অফিসার ইনর্চাজ (ওসি) নিতাই চন্দ্র সরকার নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সংবাদ: কাহালু
১৩ মে, ২০১৯
১৬ মে, ২০১৯