অসুস্থ নেতার পরিবারের পাশে শাজাহানপুর উপজেলা ছাত্রদল

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা অসুস্থ সহকর্মীদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ নিয়েছেন।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মাঝিড়া ইউনিয়ন ছাত্রদল নেতা সনাতন চন্দ্রের পিতা শ্রী রতন চন্দ্র প্রাং-এর অসুস্থতার খবর পেয়ে তার বাড়িতে ছুটে যান উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র। তারা ডোমনপুকুর হিন্দুপাড়ায় সনাতনের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নেন এবং সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ ছোটন বলেন, "ছাত্রদল একটি পরিবার। আমাদের প্রত্যেক নেতাকর্মীর সুখ-দুঃখে আমরা পাশে থাকি। এটি তারেক রহমানের নির্দেশনা।"
পরে অসুস্থ আশেকপুর ইউনিয়ন ছাত্রদল নেতা আকাশ মাহমুদের বাড়িতেও যান নেতারা। কয়েকদিন ধরে আকাশ মাহমুদ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মুনজিল আলম শিপন, মেহেদী হাসান, আবু বক্কর, যুগ্ম-সম্পাদক ইনছান আলী, জিহাদ হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, দপ্তর সম্পাদক রিয়াদ আল মাহমুদ, সাহিত্য সম্পাদক আবু জিহাদ পল্লব, ছাত্রদল নেতা সোহেল রানা, আলিফ, রবিউল ইসলাম আসিফ, আলী হাসান হিরা, সাদিকুর রহমান তারেক, আল-আমিনসহ আরও অনেকে। নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের এই মানবিক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।