শাজাহানপুরে নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ ধ্বংস

বগুড়ার শাজাহানপুরে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ অভিযানে ধ্বংস করা হয়েছে।
অভিযানে বিভিন্ন বাজার ও নার্সারিতে বিক্রির উদ্দেশ্যে রাখা বেশ কিছু ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ জব্দ করে ধ্বংস করা হয়।
রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযানে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা গাছগুলো ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাইফুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার ফারহানা আফরোজ, মুসাদ্দেক শাওনসহ অন্যান্য উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
উপজেলা কৃষি অফিসার আমিনা খাতুন বলেন, "সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা উৎপাদন, রোপণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এসব গাছ পরিবেশের মারাত্মক ক্ষতি করে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"