পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে ১ শিশু আহত

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে ১৩০৫ নম্বর ফেইজে হাইড্রলিক্স জগের নীচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়াং গো (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে । মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৬ টায় কয়লা খনির ১২৩৫ ফিট ভূ-গর্ভের নিচে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৯ জুলাই) পার্বতীপুর মডেল থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। (মামলা নং-৩১)। নিহত চাইনীজ ওয়াং জিয়ান গুয়ো (৫৫) সুরতহাল প্রতিবেদন ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) এর ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে কর্মরত চায়না নাগরিক ওয়াং জিয়ান গুয়ো (৫৫) ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট হতে হাইড্রোলিক সাপোর্টগুলি বাহির করার সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে যায়। তাৎক্ষণিক ওয়াং জিয়ান গুয়ো (৫৫) কে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৭টার সময় ওয়াং জিয়ান গো (৫৫) কে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপার বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, গত ২৩ জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫ নম্বর ফেইজে আনার কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি অপসারণের সময় অসাবধানতায় স্টিল রোপের সাথে আটকে গুরুতর আহত হন। পরে, রংপুর মেডিকেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।
অপরদিকে, মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে বড়পুকুরিয়া কয়লা খনির পাশে পরিত্যক্ত ডেটোনেটর (এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে মাদ্রাসা ছাত্র ইলিয়াস হোসেন (১০) ডান কবজি উড়ে যায়। সে স্থানীয় চৌহাটি ছালেফিয়া মাদ্রাসার নাজরা বিভাগের শিক্ষার্থী। ইলিয়াস পার্বতীপুর হামিদপুর ইউনিয়নের চৌহাটি গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। ইলিয়াসের বাবা আশরাফুল ইসলাম বলেন, সে খনির পাশ থেকে ওই সব ধাতব পদার্থ কুড়িয়ে এনে বাড়িতে খেলছিল। হঠাৎ বিকট শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি, আমার ছেলের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে রক্তাক্ত হয়। বর্তমানে দিনাজপুর মেডিকেল হাসপাতালে কাতরাচ্ছে। বড়পুকুরিয়া কয়লা খনির পূর্ব পাশে প্রাচীর ঘেঁষে কাঁটাতার দিয়ে ঘেরা খনির ডাম্পিং এরিয়া রয়েছে। সেখানে খনির বিভিন্ন উচ্ছিষ্টসহ সব ধরনের বর্জ্য ফেলা হয়। এসব বর্জ্যের সঙ্গে মাঝেমধ্যে এক্সপ্লোসিভ ডিভাইস মেলে। খনির পার্শ্ববর্তী গ্রাম চৌহাটির অনেকেই এই ডাম্পিং পয়েন্ট থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে ওইসব এক্সপ্লোসিভ ডিভাইস পেয়ে থাকেন। খনি কর্তৃপক্ষের অসতর্কতার কারণেই এমন ঘটনা ঘটেছে। এসব দ্রব্য কীভাবে সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, সেটি খনি কর্তৃপক্ষের দেখা দরকার।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক বলেন, ‘খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের ক্ষেত্রে বিস্ফোরণের কাজে ডেটোনেটর ব্যবহার করা হয়। এগুলো খুবই স্পর্শকাতর। এগুলো কোনটি অকেজো ও কোনটি তাজা, তা সাধারণভাবে কারও বুঝতে পারার কথা নয়। আহত মাদ্রাসা ছাত্রের চিকিৎসার ব্যাপারে খনি কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার পাশে থাকবে। ডেটোনেটর বিস্ফোরণের ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় খনির উপ-মহাব্যবস্থাপক (মাইন প্লানিং এন্ড ডেভেলপমেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোঃ রাজীউন নবী কে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন, ব্যবস্থাপক (মাইন ডেভেলপমেন্ট) মোঃ আশরাফুল আলম, ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ ইমাম হাসান ও ব্যবস্থাপক (ডিজাইন, কন্সট্রাকশন এন্ড মেইটেন্যান্স) জাহিদুল ইসলাম। কমিটিতে দ্রুত সময়ে রিপোর্ট দিতে বলা হয়েছে।