কাহালুতে সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্র ও মাদক সহ ৩ ব্যক্তি গ্রেফতার

গত বুধবার রাতে বগুড়ার কাহালুতে সেনাবাহিনীর হাতে ৩ ব্যক্তি দেশীয় অস্ত্র¿শস্ত্র ও মাদক সহ গ্রেফতার। প্রতিনিধিঃ
বগুড়ার কাহালুতে অভিয়ান চালিয়ে পাইকড় সরকারী প্রাথমিক বিদ্যালয়েল মাঠ থেকে গত বুধবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।গ্রেফতারকৃতরা হলেন কাহালু উপজেলার পাইকড় গ্রামের মৃত পুটু মিয়ার পুত্র আব্দুর রাজ্জাক (৪৩), একই গ্রামের মৃত ফারাজ হাসানের পুত্র ফারুক হাসান (২৩) ও শিকড় গ্রামের মোজাম্মেল হোসেনের পুত্র হারুন (৪৩)।
সেনা সদস্যরা এ সময় তাদের কাছ থেকে ১টি বার্মিজ চাকু, ১টি রাম দা, ৩ টি হাসুয়া, ১ টি চাপাতি, ১’শ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ও ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন।
সেনাবাহিনী রাতেই তাদেরকে কাহালু থানা পুলিশে সোর্পদ করেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাহালু থানা পুলিশ মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরণ করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাহালু থানার এস আই শফিকুল ইসলাম ।