সৈয়দপুরে ৩০টির মধ্যে শুধুমাত্র দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে

গতকাল বৃহস্পতিবার প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩০টির মধ্যে শুধুমাত্র দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশের গৌরব অর্জন করেছে। আর শহরের এই দুইটি অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১০৫ জন। পাশ করেছে সকলেই। পাশের হার শতভাগ। আর জিপিএ-৫ পেয়েছে ৭৬জন পরীক্ষার্থী। গত ২০২৪ সালে প্রতিষ্ঠানটি থেকে ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৭৮ জন। তবে গত বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ পাশ ছিল না।
উপজেলায় শতভাগ পাশের অপর শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী কেবলমাত্র বিজ্ঞান বিভাগে অংশ নেন ২৪০ জন। এদের মধ্যে প্রতিষ্ঠানের বাংলা ভার্সনের পরীক্ষার্থী ছিল ২২৩ জন এবং ইংলিশ ভার্সনের পরীক্ষার্থী হচ্ছে ১৭ জন। দুই ভার্সন থেকে পরীক্ষায় অংশ গ্রহনকারী সকল পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে বাংলা ভার্সন থেকে জিপিএ-৫ পেয়েছে ১৭৩ জন এবং ইংলিশ ভার্সন থেকে জিপিএ-৫ পেয়েছে ১৫জন।
গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর পরই সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীদের চোখে মুখে খুশী ঝিলিক। প্রতিষ্ঠানের মাঠে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ উল্লাস করছি শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এ সময় সেখানে সংগীত পরিবেশন করা হয়। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকারা সেখানে উপস্থিত ব্যাপক আনন্দ উল্লাস প্রকাশ করেন। আর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ পাশ কৃতিত্ব ও বিপুল সংখ্যক শিক্ষার্থী জিপিএ -৫ পাওয়ায় অধ্যক্ষ নিজেই উত্তীর্ণ শিক্ষার্থীদের মিষ্টি মুখ করান। এ সময় সেখানে এক ভিন্ন রকম পরিবেশের অবতারণা হয়।
সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সৈয়দ শাফিউল ইসলাম মেরাজ তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এবারের ফলাফলে আমরা অনেক অনেক বেশি আনন্দিত ও খুশী। তিনি বলেন, এই কৃতিত্বপূর্ণ ফলাফলের সম্পূর্ণ অবদান শিক্ষার্থীদের। তারা অনেক বেশি কঠোর পরিশ্রম করেছে। সেই সঙ্গে সকল শিক্ষক-শিক্ষার্থীরা নিবেদিতভাবে পাঠদান করেছেন। তারা (শিক্ষক) শিক্ষার্থীদের দূর দূরান্তে বাড়ি বাড়ি গিয়ে তাদের সার্বিক তদারকি করেন। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ ও দূর্বল দিকগুলো চিহ্নিত করে সেভাবে ব্যবস্থা গ্রহন করার চেষ্টা করি। এতে করে প্রতিষ্ঠানের আশানুরূপ ফলাফল বয়ে আনা সম্ভব হয়েছে।