সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে একে অপরের সহযোগিতায় নওগাঁর সাপাহারে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম ও একশনএইড বাংলাদেশ’র সহযোতিায় এবং বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর আয়োজনে বৃহস্পতিবার (১০জুলাই) দুপুর ১২টায় উপজেলা সভাকক্ষে জাতীয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি নুরল হক মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন বিষয়ে বক্তব্য প্রদান করেন জাতীয় নির্যাতন প্রতিরোধ ফোরামের সহ-সভাপতি আসমা অক্তার মুক্তা, ফারহানা বহ্নি প্রজেক্ট কো- অর্ডিনেটর জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম (ঔঘঘচঋ), শামসুল হক জেলা সমন্বয়কারী বিডিও, সিরাজ-ই-কবীর খোকন আবৃত্তি শিল্পী সমন্বয়কারী রাসিন,ফরিদপুর, সাপাহার প্রেসক্লাবের সভাপতি তছলিম উদ্দীন, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি হাসিনা বেগম প্রমূখ।