নন্দীগ্রামে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯২ জন, শীর্ষে চাকলমা উচ্চ বিদ্যালয়

২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৭৮ শতাংশ। ফলাফলের দিক দিয়ে নন্দীগ্রাম উপজেলায় এবার সবার শীর্ষে রয়েছে চাকলমা উচ্চ বিদ্যালয়। উক্ত বিদ্যালয়ে ১৫৫ জনের মধ্য ১৩০ জন শিক্ষার্থী পরিক্ষায় উত্তীর্ণ হয়। এর মধ্য জিপিএ-৫ অর্জন করেন ১৬ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় চাকলমা উচ্চ বিদ্যালয় সবার শীর্ষে এগিয়ে থাকায় ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন। এদিকে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ এনামুল হক ও প্রধান শিক্ষক মাহাবুর রহমান সহ এলাকাবাসীরা বলেন, এবার নন্দীগ্রাম উপজেলায় আমাদের প্রতিষ্ঠানটি প্রথম স্থান অধিকার করেছে। আমাদের প্রতিষ্ঠানটি ভাঙ্গাচুরা হওয়ার ফলে কোমলমতি শিক্ষার্থীরা ঠিকমতো পাঠদান করতে পারত না, বর্ষা মৌসুমে টিনের চালা দিয়ে পানি চুয়ে চুয়ে পড়ে তবুও অনেক কষ্ট করে পড়াশোনা করে নন্দীগ্রাম উপজেলায় সর্বপ্রথম হয়েছে আমাদের এই প্রতিষ্ঠান, এজন্য আমরা অনেক গর্বিত। এলাকাবাসী প্রতিষ্ঠানটি সংস্কার সহ নতুন বিল্ডিংয়ের দাবি জানিয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। এবছর এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে মোট ১,৯৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১,৫০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৭৮ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ৯২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।