সৈয়দপুরে সেন্ট পলস কিন্ডারগার্টেন স্কুলের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে গিফ্ট বক্স প্রদান

নীলফামারীর সৈয়দপুরে সেন্ট পলস কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও দৈনন্দিন ব্যবহার্য উপকরণের গিফট বক্স প্রদান করা হয়েছে। গতকাল শনিবার (১২ জুলাই) শহরের নতুন বাবুপাড়া এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব চত্বরে ওই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গিফট বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক এম আর আলম ঝন্টু।
সেন্ট পলস কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক স্টেইসি বিশ্বাসের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ডলি জসপিনা,সহকারী প্রধান শিক্ষক মৌসুমী আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, শিশুরা কোমল প্রাণ। তারা যা দেখবে তাই শিখবে। কাজেই পরিবারের পক্ষ থেকে তাদের ইতিবাচক নীতি নৈতিক শিক্ষা দিতে হবে।
শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির ৬০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে শিক্ষা ও দৈনন্দিন ব্যবহার্য উপকরণের গিফট বক্স প্রদান করা হয়।