বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে চালক নিহত

বগুড়া-নাটোর মহাসড়কে ভটভটি উল্টে নন্দীগ্রামের নূরনবী (৪৫) নামের এক ভটভটি চালক নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর তৈল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নূরনবী নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে। প্রাপ্ত তথ্য জানা যায়, বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মৎস্য আড়ৎ থেকে মাছ বিক্রয় করে বাড়িতে ফিরছিলেন নূরনবী, ভটভটি নিয়ে জামাদারপুকুর তৈল পাম্পের সামনে পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হয় নূরনবী। স্থানীয় জনগণ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র বলেন, জামাদারপুকুর এলাকায় ভটভটি উল্টে একজন আহত হওয়ার খবর শুনেছি। তবে আহত ব্যক্তিটা মারা গেছে কিনা এবিষয়ে মেডিকেল থেকে জানা যায় নাই।